শিরোনাম
"তথ্য ও প্রযুক্তি বিকাশে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় আইসিটি অধিদপ্তরের করনীয়" শীর্ষক সেমিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, জেলা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
বিস্তারিত
"তথ্য ও প্রযুক্তি বিকাশে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় আইসিটি অধিদপ্তরের করনীয়" শীর্ষক সেমিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, জেলা কার্যালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসন, সুনামগঞ্জ এর সহযোগীতায় গতকাল ২৮ জুন,২০২১ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন স্যারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সন্মানিত মহাপরিচালক জনাব এ. বি. এম. আরশাদ হোসেন স্যার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. বি এম মইনুল হোসেন স্যার, সহযোগী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আলোচনার অংশগ্রহন করে সুনামগঞ্জের পুলিশ সুপার স্যার, অতিরিক্ত জেলা প্রশাসক বিজন কুমার সিংহ স্যার। জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জেলার সকল সহকারী প্রোগ্রামার এই সেমিনারে সক্রিয়ভাবে অংশগ্রহন করে।
সেমিনারে র্যাপোটিয়ার এর দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (আইসিটি) ও সহকারী প্রোগ্রামার, সুনামগঞ্জ, জেলা কার্যালয়।